ওয়েব ডেস্ক: রাজ্যে সিভিক পুলিস নিয়োগ মামলা। পরবর্তী শুনানি ১৭ নভেম্বর। রাজ্যের আবেদনে সাড়া আদালতের। সময় চেয়ে আবেদন রাজ্য সরকারের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে, রাজ্যের দুটি পুলিস স্টেশনে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ সম্পূর্ণ বাতিল করে দেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল, তাতে অস্বচ্ছতার অভিযোগ ওঠে। প্রশ্ন তোলে আদালতও।


ওই দুটি পুলিস স্টেশনে যত সিভিক ভলান্টিয়ার নিয়োগ হয়েছিল, প্রত্যেকের নিয়োগ বাতিল করে দেন বিচারপতি। সেইসঙ্গে একটি কমিটিও গড়ে দেয় হাইকোর্ট, যাতে গোটা রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগে স্বচ্ছতা আসে। সেই মামলা চ্যালেঞ্জ করে ওই দুই থানার সিভিক ভলান্টিয়ারররা ডিভিশন বেঞ্চে মামলা করেন। পাশে দাঁড়ায় রাজ্য সরকারও। আজ এই মামলাই দিনভর শুনবে বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চ। আজই রায় ঘোষণারও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের রায় বহাল থাকলে, রাজ্য সরকারের অস্বস্তি যেমন বাড়বে, তেমনই সিভিক পুলিসদেরও ভবিষ্যত্‍ প্রশ্নের মুখে পড়বে বলে মত আইনজীবী মহলের একাংশের।