ওয়েব ডেস্ক: পুরশুড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূল কর্মীকে পুলিস তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে পথ অবরোধ। কলকাতা-আরামবাগ রাজ্য সড়কে পথ অবরোধ। পুলিস ঘটনাস্থলে এসে অবরোধ তুলতে এসেও ফিরে যায়। হুগলির পুরশুড়ার সাওতা এলাকার ঘটনা। তৃণমূল নেতা পারভেজ অনুগামীদের অভিযোগ নুরুজ্জমান গোষ্ঠীর চক্রান্তেই তৃণমূল কর্মী আলমকে তুলে নিয়ে গেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জুয়ার ঠেক বন্ধ করার দাবিকে ঘিরে ধুন্ধুমার কাঁচরাপাড়ায়


অন্যদিকে, আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ব্যাপক বোমাবাজি, তুলকালাম-ধুন্ধুমার কাণ্ড। শিরোনামে ভাঙড়। একটি বিদ্যুত্‍ প্রকল্প ঘিরে চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। রাতে বিদ্যুত্প্রকল্পের বাইরে ব্যাপক বোমাবাজি হয়। বিরোধী গোষ্ঠীর দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে আরাবুল গোষ্ঠীর বিরুদ্ধে। প্রতিবাদে আজ সকালে, বিরোধী গোষ্ঠীর সদস্য-সমর্থকরা মিছিল করে গিয়ে ঘেরাও করেন আরাবুল ইসলামের বাড়ি। উত্তপ্ত কাশীপুরের নতুনহাট। এই নতুনহাটেরই একটি পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ আরাবুল গোষ্ঠীর বিরুদ্ধে। এটি পোলেরহাট দু-নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য মোস্তফা মোল্লার কার্যালয়। গতরাতে একপ্রস্থ উত্তেজনার পর, আজ সকাল থেকেও ফের উত্তপ্ত এলাকা। তিনটি তাজা বোমা উদ্ধার করেছে কাশীপুর থানার পুলিস। আতঙ্কে এলাকাবাসী। ঘটনার প্রতিবাদে থানায় ডেপুটেশনও দেন স্থানীয় বাসিন্দারা।


আরও পড়ুন বাসের গায়ে রাজ্যের তৃণমূল বিরোধী স্লোগান, তাই ঘিরেই রণক্ষেত্র শিলিগুড়ির পাঞ্জিপাড়া