উচ্চ মাধ্যমিকের রুটিন(WBCHSE)
এক বুক সাহস আর নদী নদী লেখার আত্মবিশ্বাস প্রত্যেক পরীক্ষার্থীর জন্য। পরীক্ষা এসে গেল। পড়াশুনা মন না চাইলেও মার্কশিটে স্টার লাগাতে হলে এই কটা দিন সব কিছুর সঙ্গেই `মাস্ট ডু`, পড়াশুনা। কবে কী পরীক্ষা অ্যাডমিটেই থাকবে, তাও যদি ভুল হয়, মনে করিয়ে দিতে আরও একবার রুটিন-
ওয়েব ডেস্ক: এক বুক সাহস আর নদী নদী লেখার আত্মবিশ্বাস প্রত্যেক পরীক্ষার্থীর জন্য। পরীক্ষা এসে গেল। পড়াশুনা মন না চাইলেও মার্কশিটে স্টার লাগাতে হলে এই কটা দিন সব কিছুর সঙ্গেই 'মাস্ট ডু', পড়াশুনা। কবে কী পরীক্ষা অ্যাডমিটেই থাকবে, তাও যদি ভুল হয়, মনে করিয়ে দিতে আরও একবার রুটিন-
কষ্টকর সত্যিটা এটাই বাঙালির ভ্যালেন্টাইন এবার পর পর দু দিন। তারপরই পরীক্ষা। ১৩ তে বাগ্ দেবীর আরাধনা আর ১৪-তে বিশ্ব প্রেম দিবস, ভ্যালেনটাইন ডে। ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা উচ্চ মাধ্যমিক (WBCHSE)। ২৯ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ।
১৫.২.১৬-বাংলা, ইংলিশ, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, গুজরাটি, পাঞ্জাবী।
১৭.২.১৬-ইংলিশ, বাংলা, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ।
১৯.২.১৬-ফিজিক্স(পদার্থ বিদ্যা), নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।
২০.২.১৬-কম্পিউটার বিজ্ঞান, মডার্ন কম্পিউটার বিজ্ঞান, পরিবেশ বিদ্যা, হেলথ ও ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিসুয়াল আর্ট।
২২.২.১৬-গণিত, সাইকোলজি, এগ্রোনমি, ইতিহাস।
২৪.২.১৬- রসায়ন, ইকোনমিক্স, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারাবিক, ফ্রেঞ্চ।
২৬.২.১৬-বায়োলজিকাল সাইন্স, ব্যাবসায়িক বিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান।
২৭.২.১৬-স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং ও ট্যাক্স, হোম ম্যানেজমেন্ট।
২৯.২.১৬-বাণিজ্যিক আইন ও অডিটিং, দর্শন, সমাজবিদ্যা।