ওয়েব ডেস্ক: লোকশিল্পীদের নামের তালিকা তৈরির ক্ষেত্রে স্বচ্ছতা মানতে হবে। পুরুলিয়ায় প্রসাশনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে মোট ৫৮ হাজার লোকশিল্পীকে প্রতিমাসে ৫ হাজার টাকা করে ভাতা দেয় সরকার। কিন্তু শুধুমাত্র পুরুলিয়া জেলা থেকেই ৭৮ হাজার লোকশিল্পীর নামের তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। আর এতেই বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুরুলিয়া ছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তরদিনাজপুর থেকেও অনেক বেশি নামের তালিকা পাঠানো হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। গোটা বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেনকে নির্দেশ দিয়েছেন তিনি। এর পিছনে কোনও চক্র কাজ করছে। এমনটাই আশঙ্কা মুখ্যমন্ত্রীর।