সিঙ্গুর : সিঙ্গুরের জমি ফেরত পাবেন কৃষকেরা। জমি ফেরাবে তৃণমূল সরকার। সিঙ্গুরের নির্বাচনী সভায় আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, জমি নিয়ে মামলা চলছে। তবে ন্যায় বিচারই পাবেন সিঙ্গুরের কৃষকেরা। যেহেতু রাজ্য সরকার জমি অধিগ্রহণ করেছে, তাই জমি ফেরত নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনশন, ধরনা আন্দোলন.... সিঙ্গুরের জমি আন্দোলনই  রাজ্য রাজনীতিতে নতুন অক্সিজেন দিয়েছিল তৃণমূলকে। ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের প্রথম সিদ্ধান্তই ছিল সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়া।


তবে, এখনও ৪০০ একর জমি ফেরত পাননি অনিচ্ছুক কৃষকরা।  তাহলে পাঁচ বছরে কী করল সরকার?  ভোটের ময়দানে সে প্রশ্ন তুলেই সবর হয়েছেন বিরোধীরা। শনিবার ফের একবার সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী অঙ্গীকার করলেন, জমি তিনি ফেরাবেনই।


জমি ফেরতের বিষয়টি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। তৃণমূল নেত্রীর আশা জমি তারা ফেরত পাবেনই। সিঙ্গুরের মানুষকে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “ভরসা রাখুন। জমি সমস্যার এক দিন ঠিক সমাধান হবেই।” অন্যদিকে সেই আশাতে দিন কাটাচ্ছেন সিঙ্গুরের মানুষরাও।