ওয়েব ডেস্ক: এবার থেকে পৌষ মেলা তিন দিনের মধ্যেই শেষ করা করতে হবে। শান্তিনিকেতনের মেলা নিয়ে এমন নির্দেশ দিয়েছে আদালত। পরিবেশবিদ সুভাষ দত্তের করা দূষণ নিয়ে একটি মামলায় এই নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত গ্রীণ ট্রাইব্রুনাল। অভিযোগ ছিল মেলায় যথেচ্ছ জেনারেটর চলায় পরিবেশ দূষিত হয়।


আরও পড়ুন- পুজোয় মেট্রো পরিষেবা নিয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিন দিনের মধ্যে মেলা সম্পন্ন করার সঙ্গে সঙ্গে, আদালত নির্দেশ অন্য কোনও স্টল নয় কেবলমাত্র হস্ত শিল্পের স্টল রাখা যাবে মেলায়। এমনিতে সরকারীভাবে মেলা তিন দিন হলেও, ভাঙা মেলা চলে প্রায় দিন বাইশ। সেখানে চলে পৌষ মেলার ঐতিহ্য নষ্ট করা নানা স্টল নিয়ে চলে মেলা। যা থেকে পৌষমেলার সঙ্গে আলাদা করা যায় না আর পাঁচটা সাধারণ মেলাকে।


প্রতি ডিসেম্বর মাসের ঠিক ২৩ তারিখ থেকে প্রচুর আলো বাজির রোশনাই সঙ্গে নিয়ে ভুবন ডাঙার মাঠে সূচনা হয় পৌষালী এই মেলার। এই গোটা সময়টাই শীতবুড়ো হাত পা ছড়িয়ে এখানে আরামসে রোদ পোহায়। আর মেঘ মুক্ত আকাশে মাঝরাতে এই বুড়োর সঙ্গে আলাপ করতে চাঁদের বুড়ি ঝুপঝুপে জোৎস্না গায়ে মেখে নেমে আসে শান্তিনিকেতনের চিলেকোঠায়।