ওয়েব ডেস্ক : মুর্শিদাবাদের পর এবার মালদা। সম্ভবত বড়সড় ভাঙনের মুখে জেলা পরিষদ। ধস জোট শিবিরে। বাম ও কংগ্রেসের ৮ জন করে, মোট ১৬ জন সদস্যকে দলে টেনে মালদা জেলা পরিষদের দখল নিতে পারে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, দলত্যাগীদের মধ্যে রয়েছেন সভাধিপতি সরলা মুর্মুও। দলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গতরাতেই তাঁরা কলকাতায় রওনা দেন বলে খবর।


মালদা জেলা পরিষদে মোট আসন সংখ্যা ৩৮। এর মধ্যে ১৬টি আসন কংগ্রেসের দখলে, ১৬টি বামেদের। তৃণমূলের হাতে রয়েছে ৬টি আসন। এখন জেলা পরিষদে ভাঙন ধরলে, বদলে যাবে গোটা ছবিটাই। সেক্ষেত্রে কংগ্রেস ও বাম, দুপক্ষেরই আসন সংখ্যা কমে দাঁড়াবে ৮। ১৬ জন সদস্যকে ঘরে তুলে সহজেই ম্যাজিক ফিগার চলে আসবে তৃণমূলের হাতে। তাদের আসন দাঁড়াবে ২২।