নদিয়ার নাকাশিপাড়ায় খুন হলেন ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম প্রধান ফিরোজ দফাদার। গতকাল বিকেলে সভা সেরে ফেরার পথে খুন হন এলাকায় জনপ্রিয় এই সিপিআইএম নেতা। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার বিকেলে গ্রাম থেকে সভা সেরে বাইকে চেপে ফিরছিলেন ফিরোজ দফাদার। এই সময় তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফিরোজের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে চেপে আসে দুষ্কৃতীরা। ঘটনায় অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। সিপিআইএমের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন বলে দাবি তৃণমূলের।


এলাকায় রীতিমতো জনপ্রিয় ছিলেন প্রভাবশালী এই পঞ্চায়েত প্রধান।  থানায় অভিযোগও দায়ের করেছেন সিপিআইএম সমর্থকেরা। ফিরোজ দফাদারের খুনের তীব্র নিন্দা করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি।