ওয়েব ডেস্ক: এবার বদলার কথা সিপিএমের মুখেও। লাভপুরের সভায় সিপিএম নেতা মহম্মদ সেলিমের গলায় রীতিমতো হুমকির সুর। বললেন, ভোটের পরে খুনি-জল্লাদদের হিসাব নেবে সিপিএম। মহম্মদ সেলিমের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর ঠিক উল্টোসুর তাঁরই দলের আরেক নেতার গলায়। লাভপুরে সেলিমের বক্তব্য নিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। জোটসঙ্গী কংগ্রেসও এমন মন্তব্যের দায় নিতে নারাজ। ভোটের পর বিরোধীদের ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার কথা বলছেন তৃণমূল নেত্রীও।


শাসক বা বিরোধী সব রাজনৈতিক দলের নেতাদের মুখেই এখন বুঝে নেওয়ার, হিসাব নেওয়ার কথা! যা দেখে অনেকেরই আশঙ্কা, ১৯ মে-র পর রাজ্যে রাজনৈতিক অশান্তি বাড়বে না তো?