ওয়েব ডেস্ক: প্রয়াত ভারত নির্মান পার্টির নেত্রী তমালিকা পণ্ডা শেঠ। রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় লক্ষ্মণ শেঠের স্ত্রীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন হলদিয়া পুরসভার কাউন্সিলর তমালিকা পণ্ডা শেঠ। তাঁকে কলকাতায় আনা হচ্ছিল। পথেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় ডোমজুড়ের একটি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর।


দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছিলেন মহিষাদলের প্রাক্তন বিধায়ক। হলদিয়া পুরসভার চেয়ারপার্সেনেরও দায়িত্ব সামলেছেন তমালিকা পণ্ডা শেঠ। সেই সময় তিনি অবশ্য ছিলেন সিপিআই (এম) নেত্রী।


২০১১ সালে রাজ্যে পরিবর্তনের পরেও যখন একদা 'দাপুটে নেতা' লক্ষণ শেঠ জেলে সেই 'কঠিন সময়ে'ও হলদিয়া পুরসভার জয় ছিনিয়ে আনেন লক্ষণ জায়া তমালিকা। যদিও কয়েক বছর আগেই, দল বিরোধী কাজ এবং দুর্নীতির দায়ে লক্ষণ শেঠ সিপিএম থেকে বহিস্কৃত হয়েছেন। পরে তিনি ভারত নির্মান পার্টি গঠন করেন এবং তাঁর স্ত্রীও সেই দলেই যোগ দেন।


তমালিকা পণ্ডা শেঠের প্রয়াণে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।