ওয়েব ডেস্ক: বহুদিন পর আরামবাগে বড় মিছিল করল সিপিএম। ২০১১-র পর থেকে আরামবাগে সংকটের মুখে পড়ে সিপিএমের সংগঠন। বন্ধ হয়ে যায় একাধিক পার্টি অফিস। ঘরছাড়া হন বহু কর্মী সমর্থক। ভোটের মুখে আরামবাগে ফের সক্রিয় সিপিএম। তালা খুলছে বন্ধ হয়ে যাওয়া পার্টি অফিসের। মিছিলে হাঁটছেন দলের কর্মী-সমর্থকেরা।


মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিয়ে সিপিএমের মিছিলে হাঁটল ভোটের আরামবাগ। প্রায় ৫ বছর পর মঙ্গলবার আরামবাগের বাতানলে বিশাল মিছিল বের করে সিপিএম। ২০১১-র নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই গোটা আরামবাগ মহকুমা থেকেই প্রায় অদৃশ্য হয়ে যায় লাল পতাকা। বন্ধ হয়ে যায় সিপিএমের অধিকাংশ পার্টি অফিস। নির্বাচনের মুখে ফের সেই বন্ধ পার্টি অফিসের তালা খোলা শুরু হয়েছে। খানাকুলে সিপিএম নেতা বিনয় দত্ত ও কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতিতে খানাকুলের বালিপুর পার্টি অফিসটি ফের খোলা হয়।