ওয়েব ডেস্ক: যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বহরমপুর থানার বিনপাড়ায়। সকালে বাপি শেখ নামে এক স্থানীয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় মাঠ থেকে। ঘটনাস্থলে পৌছে দেহ উদ্ধার করেছে বহরমপুর থানার পুলিস। তবে কেন এই নৃশংসভাবে খুন তা নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা।  পরিবারের তরফে জানানো হয়েছে কাল সন্ধেয় মুক্তি পণের দাবিতে বাড়িতে ফোন আসে। এরপর থেকেই বাপি শেখ নিখোঁজ হয়ে যান বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা।  তখনই পুলিসের দ্বারস্থও হয় নিখোঁজের পরিবার। তবে কি অপহরণের পর  মুক্তিপণ না পেয়েই খুন? তদন্তে নেমে এই সম্ভাবনাতেই জোর দিচ্ছে পুলিস।