ওয়েব ডেস্ক: যারা প্রতিদিন আবর্জনা পরিষ্কার করে শহরকে পরিচ্ছন্ন রাখেন, তাঁদেরই এলাকায় আবর্জনার স্তুপ। নেই কোনও শৌচাগারও। এমনই ছবি কালনা পুরসভার দু'নম্বর ওয়ার্ডের হরিজনপল্লির। বাসিন্দাদের দাবি, এলাকায় গড়ে তোলা হোক শৌচাগার। পরিচ্ছন্ন হোক এলাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কালনা পুরসভার দু নম্বর ওয়ার্ডের হরিজন পল্লি। যত্র তত্র পড়ে রয়েছে আবর্জনা। চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশ। দিনের পর দিন এখানকার বাসিন্দারা মলত্যাগ করতে মাঠে ঘাটেই যেতেন। কয়েক বছর আগে পুরসভার পক্ষ থেকে এলাকায় দুটি শৌচাগার করে দেওয়া হয়। তবে সেগুলির আজ ভগ্ন দশা। বাধ্য হয়েই তাই আগের মত মাঠে ঘাটেই যান এখানকার বাসিন্দারা।  


বাসিন্দাদের অভিযোগ, বারবার পুরসভাকে জানিয়েও কোনও লাভ হয়নি। বংশানুক্রমে আবর্জনা পরিষ্কার করে শহরকে সুন্দর রাখার দায়িত্ব হরিজনপল্লির বাসিন্দাদেরই। তাই এখানকার বাসিন্দাদের এখন একটাই দাবি, এবার তাঁদের এলাকা পরিষ্কার রাখার ভাবনা-পরিকল্পনা শুরু করুক পুরসভা।