ওয়েব ডেস্ক : পারদ কিছুটা হলেও নিম্নমুখী। ভোর রাত থেকেই ঘন কুয়াশা। কুয়াশার চাদরে মুখ ঢেকেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। দৃশ্যমানতা খুবই কম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক হাত দূরে দেখা যাচ্ছে না কিছুই। জলপাইগুড়ি, নদিয়া, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা।  মোটের ওপর সর্বত্রই কুয়াশার একই ছবি ধরা পড়েছে। কুয়াশার জেরে অনেক জায়গায় ট্রেন চলাচলেও দেরি হয়েছে বলে খবর।  দুর্ঘটনা এড়াতে বাস বা অন্য যানবাহন চলেছে ধীর গতিতে।


আরও পড়ুন, ফের বেলাইন ট্রেন, এবার মুম্বইতে কুরলা-অম্বরনাথ লোকাল


প্রশ্নপত্র ফাঁস হয়ে বাতিল বর্ধমান বিশ্ব বিদ্যালয়ের B.ed পরীক্ষা