কলকাতা: লোকসভা ভোটে উন্নয়ন ছিল তৃণমূল কংগ্রেসের মূল স্লোগান। পুর নির্বাচনেও সেই উন্নয়নের স্লোগানকেই প্রচারের হাতিয়ার করতে চলেছেন মুখ্যমন্ত্রী। গত সাড়ে তিন বছরে সরকারের সাফল্য কী, সেই তালিকা প্রথমে তুলে দেওয়া হচ্ছে কর্মীদের হাতে। আর তারপর গোটা রাজ্যজুড়ে নিজে প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের কাছে পাখির চোখ এখন পুরভোট। কারণ, কেন্দ্রে ক্ষমতায় আসার পর রাজ্যে বিজেপির উত্থান চাপ বাড়িয়েছে শাসক দলের ওপর। নতুন প্রতিপক্ষকে সামাল দিতে তাই রাজ্যের উন্নয়নকেই প্রচারে হাতিয়ার করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী সেই উন্নয়ন? পঞ্চায়েতমন্ত্রীর দাবি, দুহাজার এগারোয় ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এখনও পর্যন্ত সাড়ে ছ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে রাজ্য সরকার। এটা রেকর্ড।  


জানুয়ারি মাসে এই রাস্তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি পঞ্চায়েতের একশো দিনের কাজের সাফল্য তুলে ধরা হবে। কলকাতার উন্নয়নের মডেলও হবে তৃণমূলের প্রচারের অন্যতম হাতিয়ার। বিশ্ব বাংলার মডেলকে সামনে রেখে বেশ কিছু পরিকল্পনাও নিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রচারে জোর দেওয়া হবে সে প্রসঙ্গও। একই সঙ্গে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতেও বাড়তি গুরুত্ব দেবে তৃণমূল।