ওয়েব ডেস্ক : ভোররাত থেকেই শুরু সাগরে পুণ্যস্নান। গঙ্গাসাগর ভিড়ে ভিড়াক্কার। এবার প্রায় ১৫ লক্ষ পুণ্যার্থীর জমায়েত হয়েছে বলে খবর। যা এককথায় রেকর্ড। সাধুসন্তরাও উপচে পড়ছেন সংখ্যায়। মকর স্নানের ধুম শুরু হয়ে গিয়েছে। চলবে দিনভর। চোখ ফেরানোর জো নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- আটসাঁট নিরাপত্তার মধ্যেই প্রস্তুতি তুঙ্গে গঙ্গাসাগরে


চারদিকে শুধুই সারি সারি মাথা। পুজো আর দর্শন। তারই জন্য এত দূর ছুটে আসা। পুণ্যের তাগিদে, সাগরে ডুব। লাখো মানুষের ঢল। কপিল মুনির আশ্রমের সামনেও দীর্ঘ লাইন। যেন অন্তহীন অপেক্ষা। তবু ক্লান্তি নেই। বহু দূরদূরান্ত থেকে পুণ্যলাভের আশায় গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন লাখো মানুষ।শেষ পৌষে এখন জাঁকিয়ে শীত বঙ্গে। তবে এখানে যেন তার কোনও প্রভাবই নেই। সাগর স্নানের এমনই ধুম।