মেদিনীপুর: দেশের মধ্যে প্রথম মত্স্যজীবীদের জন্য হ্যাম রেডিওর ব্যবস্থা হল। দিঘা মোহনায় সেমিনার করে দেওয়া হল প্রশিক্ষণ। গভীর সমুদ্রে যেখানে ওয়্যারলেস বা রেডিও কাজ করে না, সেখানে হাওয়া বার্তা পৌছে দেওয়া যাবে হ্যাম রেডিও-র মাধ্যমে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়ারল্যেস আর রেডিওর ব্যবস্থা আছে। কিন্তু অনেক ক্ষেত্রেই মাঝ সমুদ্রে তা কাজ করে না। ফলে আবহাওয়ার খবরও পৌছনো সম্ভব হয় না। ঘূর্ণিঝড়ের আগেও বিপদসঙ্কেত না পেয়ে ফিরে আসতে পারেন না মত্স্যজীবীরা। তাই এবার হ্যাম রেডিওর ব্যবস্থা।


শুক্রবার দিঘা মোহনায় হ্যাম রেডিও ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হল মত্স্যজীবীদের।