ওয়েব ডেস্ক:  জেলা গ্রন্থাগার নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল। ভোট ঘিরে সংঘর্ষে জড়িয়ে পরেন  সিপিএম তৃণমূল কর্মী সমর্থকরা।  আহত হয়ে হাসপাতালে ভর্তি হন পুরসভার বিরোধী দলনেতা। ঘটনার প্রতিবাদে জিটি রোড অবরোধ করে সিপিএম। সেখানে ফের একদফা সংঘর্ষ হয়। পরে পুলিস অবস্থা আয়ত্তে আনে।জিটি রোডে মুখোমুখি সিপিএম তৃণমূল। এর পরবর্তী আরেকটি ছবি আছে হাসপাতালে। সেখানে মুখোমুখি সিপিএম-তৃণমূল। তবে প্রেক্ষিতটা সম্পূর্ণ আলাদা। আহত সিপিএম নেতাকে দেখতে হাসপাতালে এসেছেন তৃণমূল নেতা। দেখে শুনে বললেন,বিরোধী নেতার একটা সম্মান আছে। সেটা রাখতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মাত্র ১৫০ টাকার জন্য নবম শ্রেণীর ছাত্রকে খুন করল সহপাঠীরা!


ঘটনার সূত্রপাত আসানসোল জেলা গ্রন্থাগারের নির্বাচন ঘিরে। অভিযোগ, নির্বাচনের সময় সিপিএম কর্মীদের মারধর করে তৃণমূল সমর্থকরা। গুরুতর আহত হন আসানসোলের পুরনিগমের বিরোধী দলনেতা ওয়াসিমূল হক। ভাঙচুর চালানো হয় সিপিএমের পোলিং ক্যাম্পেও। ঘটনার প্রতিবাদে বিএনআর মোড়ে জিটি রোড অবরোধ করেন সিপিএম সমর্থকরা। তৈরি হয় যানজট।  অবরোধ সরাতে এবার মাঠে নামে তৃণমূল কর্মীরা। আবার এক দফা। পরে পুলিস এসে অবস্থা আয়ত্তে আনে। এদিকে আহত সিপিএম নেতা তথা পুরসভার বিরোধী দলনেতাকে প্রথমে জেলা হাসপাতাল, পরে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে তাঁকে দেখতে যান মেয়র জিতেন্দ্র প্রসাদ তিওয়ারি। শনিবারই  বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধারা বেয়ে আসানসোলের তৃণমূল মেয়র হাসপাতালে পৌছালেন পুরসভার বিরোধী দলনেতার স্বাস্থ্যের খবর নিতে।


আরও পড়ুন  আসানসোলে ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজি