ওয়েব ডেস্ক : হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন রোগী।  চিকিত্‍সক  ব্যস্ত নিজের চেম্বারে। প্রাইভেট প্র্যাকটিসে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল রাত বারোটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর সত্তরের বালকনাথ পাণ্ডে। রোগীর পরিবারের অভিযোগ, মুমূর্ষ রোগীকে হাসপাতালে নিতান্ত অবহেলায় ফেলে রাখা হয়। কোনও চিকিত্‍সকই দেখতে আসেননি তাঁকে।  হাসপাতালের অনেক রোগীর মুখেই উঠে এসেছে এই একই অভিযোগ। রোগীদের অভিযোগ, হাসপাতালে এসেও সঠিক চিকিত্‍সা পাচ্ছেন না তারা।


আরও পড়ুন, লাঠির উত্তম-মধ্যম ঘায়ে শিকার ছেড়ে পালাল বাঘ


তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী


জেনে নিন, আপনার আধার কার্ডের ঠিকানা অনলাইনে কীভাবে বদলাবেন