চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, অভিযুক্ত দুরদর্শনের ইঞ্জিনিয়ার
চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ। কোনও বেসরকারি প্রতিষ্ঠান নয়, অভিযোগ দুরদর্শনে কর্মরত এক সহকারি ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। গ্রেফতার দুরদর্শনে কর্মরত ওই সহকারি ইঞ্জিনিয়ার। ধৃতের নাম অশোক সাঁতরা।
ওয়েব ডেস্ক:চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ। কোনও বেসরকারি প্রতিষ্ঠান নয়, অভিযোগ দুরদর্শনে কর্মরত এক সহকারি ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। গ্রেফতার দুরদর্শনে কর্মরত ওই সহকারি ইঞ্জিনিয়ার। ধৃতের নাম অশোক সাঁতরা।
বর্ধমান মিলপুর পাড়ার ঘটনা। অভিযোগ, বছর দুয়েক আগে এলাকার ছয় যুবককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেন ওই ইঞ্জিনিয়ার। সময়মতো প্রতিশ্রুতি পালন না হওয়ায় টাকা ফেরত চান যুবকেরা। এরপর থেকেই যুবকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ওই ইঞ্জিনিয়ার। গতকাল ইঞ্জিনিয়ারকে ধরে মারধর করে স্থানীয় ছয় যুবক। এরপর পুলিসে অভিযোগও দায়ের করে তাঁরা। প্রতারণার অভিযোগে ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনার তদন্ত করছে পুলিস।