ওয়েব ডেস্ক: ভোটের আগে খুন এবং পাল্টা খুনের ঘটনায় আবারও অশান্ত কুলতলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল বিকেলে জর্জের হাট এলাকায় চা খাচ্ছিলেন মোসলেম ঘরামি নামে এক তৃণমূলকর্মী। আচমকাই তাঁর সঙ্গে বচসা বেধে যায় শাহজান মোল্লা সহ এলাকার কয়েকজন দুষ্কৃতীর। বচসার জেরে গুলি চালিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মারা যান মোসলেম। এলাকা ছেড়ে পালিয়ে যায় আততায়ীরা।


এরপরই নিহত যুবকের বাড়ির লোকজন চড়াও হন, খুনের ঘটনায় অভিযুক্ত সিরাজুল লস্করের বাড়িতে। সে সময় বাড়িতে ছিলেন তাঁর মা রহিমা লস্কর। অভিযোগ, তাঁকে জোর করে বাইরে এনে গুলি করে খুন করে মোসলেমের পরিজনেরা।


জোড়া খুনের ঘটনায় আতঙ্ক ছড়ায় জর্জের হাট এলাকায়। বন্ধ হয়ে যায় দোকানপাট। মানুষজন বাড়ির ভিতর ঢুকে পড়েন। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান কুলতলি এবং মইপীঠ উপকূল থানার ওসি। যান বারুইপুরের SDPO এবং দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিস সুপার। রাতে দুটি দেহ নিয়ে যাওয়া হয় কুলতলির জামতলা হাসপাতালে।