ওয়েব ডেস্ক: স্বপ্ন দেখতেন নিজের একটা ব্যবসা থাকবে। স্বপ্নটা সফল করার চেষ্টাটাও শুরু হয়েছে বেশ কয়েকবছর আগে। সামান্য পুঁজির ওপর ভর করেই পাটের তৈরি বিভিন্ন জিনিসের ব্যবসায় নেমেছিলেন দক্ষিণ শহরতলির দেবারতি চ্যাটার্জি। বহু কষ্টসাধ্যে একটি মেশিন কিনে শুরু হয়েছিল পথ চলা। কিন্তু আজ সেই কষ্ট আর নেই দেবারতির। বরং যে পাটশিল্প হারিয়ে যেতে বসেছিল সেই পাটশিল্পকে সঙ্গে নিয়েই প্রতিষ্ঠিত দেবারতি। আর তাঁর এই স্বপ্নকে সফল করার সৌজন্যে বিশ্ববাংলা। শুধু দেবারতিই নন, বিশ্ব বাংলার দেখানো পথে হেঁটে দেবারতির মতো প্রতিষ্ঠা পেয়েছেন অনেকেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়ুন বিশ্বের দরবারে এগোচ্ছে আদিবাসীরাও