শিল্প চালুর দাবিতে নবান্নে ডেপুটেশন দুবরাজপুর লোবার বাসিন্দাদের
জমির ফেরতের দাবিতে নয়, নতুন করে শিল্প চালু করার দাবিতে এবার নবান্নে ডেপুটেশন দিলেন বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলের বাসিন্দারা।
ওয়েব ডেস্ক : জমির ফেরতের দাবিতে নয়, নতুন করে শিল্প চালু করার দাবিতে এবার নবান্নে ডেপুটেশন দিলেন বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলের বাসিন্দারা।
এদিন নবান্নে এসে ডেপুটেশন জমা দেন তাঁরা। ডেপুটেশনে জমির মালিকেরা জানিয়েছেন, পাঁচ বছর আগে লোবা এলাকায় কয়লা খনি চালু করার জন্য ডিভিসি এমটা কোম্পানিকে জমি বিক্রি করেন স্থানীয়রা। তবে এর পরেই জমি আন্দোলনের জেরে বন্ধ হয়ে যায় ওই শিল্পোদ্যোগ।
জমির মালিকদের দাবি, কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী লোকজন মানুষকে ভুল পথে পরিচালনা করে শিল্প বিরোধী আন্দোলনের সূচনা করে। কিন্তু এখন জমি মালিক এবং এলাকার বাসিন্দারা চাইছেন, ওই জমিতে ফের চালু হোক কয়লা খনির কাজ। সেই দাবি জানিয়েই আজ নবান্নে ডেপুটেশন দেন তাঁরা।