বকেয়া বেতন মেটানোসহ একাধিক দাবিতে কাজ বন্ধ করে দিলেন ডানকান গ্রুপের চা শ্রমিকরা। তরাই ও ডুয়ার্সের চোদ্দটি বাগানে আজ থেকে  অনির্দিষ্টকালের ধর্মঘটে সামিল হয়েছেন তারা।সোমবার সকাল থেকেই কাজ বন্ধ ডানকান গ্রুপের  চোদ্দটি চা বাগানে।  তরাই ও ডুয়ার্সের বাগানগুলির  শ্রমিকদের  অভিযোগ, তিন মাস ধরে মিলছে না বেতন। বকেয়া রেশন, এমনকী পিএফ ও গ্র্যাচুইটির টাকাও তাঁরা পাচ্ছেন না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কথা দিয়ে মালিকপক্ষ কথা রাখছে না বলেও শ্রমিকদের অভিযোগ। প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিচ্ছেন শ্রমিকরা। ডান, বাম সব ইউনিয়নের যৌথ মঞ্চের ডাকে সব বাগান অচল হলেও মালিকপক্ষ মুখ খুলতে নারাজ। কর্তৃপক্ষ দাবি  না মানলে আগামী ২৭ জুলাই তরাই ও ডুয়ার্সে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মঘটী শ্রমিকরা।