ওয়েব ডেস্ক: বসন্ত উতসবের দামামা বাজিয়ে দিল হালিসহরের রামধনু। তিনদিন ব্যাপী বসন্ত উতসবে রামধনু একসূত্রে বেঁধেছিল হালিসহরের সবসয়সের মানুষকে। রুপঙ্করের গান দিয়ে উতসবের সূচনা হয়। রবিবার উতসব শেষ হয় ফসিলস ব্যান্ডের রুপমের গান দিয়ে।


দরজায় কড়া নাড়ছে দোল উতসব। কিন্তু আকাশে বাতাসে বসন্ত উতসবের হাওয়া লেগে গেছে। সেই হাওয়াতেই গা ভাসিয়ে দোলের আগেই বসন্ত উতসবের দামামা বাজিয়ে দিল হালিসহরের রামধনু। তিনদিন ব্যাপী বসন্ত উতসবে রামধনু একসূত্রে বেঁধেছিল হালিসহরের সবসয়সের মানুষকে। বিভিন্ন রং-এরের আবিরে ভরে গিয়েছিল হালিসহরের আকাশবাতাস। রোজকার সাদা-কালো জীবনের একঘেঁয়েমি থেকে যেন মুহূর্তে মুক্তি দিল এই উদযাপনের রঙ। (আরও পড়ুন- বেলুড়মঠের স্মার্ট কিচেন থেকে ২৪ ঘণ্টার এক্সক্লুসিভ রিপোর্ট)