ওয়েব ডেস্ক : ছাত্র সংসদ নির্বাচন ঘিরে অশান্তি নিয়ে আরও কড়া শিক্ষা দফতর। এবার কলেজের পরিচালন সমিতিই ভেঙে দেওয়া হল। ছাত্র সংসদের সাধারণ সম্পদক নির্বাচন ঘিরে বৃহস্পতিবার রণক্ষেত্র হয়ে ওঠে ইসলামপুর কলেজে। তৃণমূলেরই আবদুল করিম চৌধুরী আর বিধায়ক কানহাইয়া আগরওয়ালের অনুগামীরা সংঘর্ষে জড়ায়। এরপর গতকালই আবদুল করিম চৌধুরীকে কলেজ পরিচালন সমিতির সভাপতির পদ থেকে সরিয়ে  দিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।  উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকেও সরানো হয় তাঁকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে এবার কলেজের এক অশিক্ষক কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল করিম চৌধুরীর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। কলেজের পাশেই স্টেস ফার্ম কলোনিতে থাকেন অশিক্ষক কর্মী স্বপন দাস। অভিযোগ গতকাল রাতে তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকায় কানহাইয়া আগরওয়ালের অনুগামী হিসাবে পরিচিত ওই অশিক্ষক কর্মী। ইসলামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।


আরও পড়ুন, স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক, হাতেনাতে পুলিসে ধরাল স্ত্রী