ওয়েব ডেস্ক: রাজ্যের স্কুলগুলিকে ডেঙ্গি নিয়ে সচেতন হতে নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকাল জেলা পরিদর্শকদের সঙ্গে বৈঠক ছিল শিক্ষামন্ত্রীর। বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়ের বলেন, ডেঙ্গি নিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করতে উদ্যোগী হতে হবে স্কুলগুলিকে। সেই কাজ ঠিকভাবে হচ্ছে কিনা, সেদিকে বিশেষ নজর রাখতে হবে জেলা পরিদর্শকদের।


আরও পড়ুন- ডেঙ্গির থাবায় কলকাতায় মৃত ৪, নড়েচড়ে বসেছে পুরসভা


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্কুলের পরিবেশ যাতে যথাযথ থাকে, স্কুল চত্বরে মশার লার্ভা যাতে না হতে পারে, সেদিকেও নজর রাখতে নির্দেশ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।


প্রসঙ্গত, শহরে আবারও ডেঙ্গির প্রকোপ শুরু হওয়ার মুখেই নাম জড়ায় স্কুলের। সল্টলেকের এক স্কুলের দুই ছাত্র ডেঙ্গিতে আক্রান্ত হয় মারা যায়। তারপর সেই মৃত্যুর দায় নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও পুরো নিগমের মধ্যে চাপান উতোর চলতে থাকে। তাই মনে করা হচ্ছে, বিদ্যালয়গুলির ক্ষেত্রে বিশেষ নজর দিতে চাইছে রাজ্য সরকার।


আরও পড়ুন- শহরে ফিরে এল ডেঙ্গি