ওয়েব ডেস্ক : সময়ে হোমলোন শোধ করতে না পারায় পুলিস সঙ্গে নিয়ে বাড়িতে হাজির ব্যাঙ্ক। সব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাড়ি সিল করে দিল ব্যাঙ্ক। সেই ধাক্কা সহ্য করতে না পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বাড়ির মালিক শঙ্কর মজুমদার। তিনি ইছাপুর মেটাল কারখানার কর্মী। শঙ্করবাবুর বাড়ি ইছাপুরের কণ্ঠাধার এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বেপরোয়া বাইক রেসের বলি হল ক্লাস ইলেভেনের ছাত্র


বেসরকারি একটি ব্যাঙ্ক থেকে বাড়ি করার  জন্য ঋণ নিয়েছিলেন। কিন্তু সময়ে টাকা শোধ করতে পারেননি তিনি। আজ ব্যাঙ্ক  কর্তৃপক্ষ স্থানীয় পুলিসকে সঙ্গে নিয়ে ওই বাড়ি সিল করে দেন। এরপরেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শঙ্করবাবু। তাঁকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে।