বাঁকুড়ায় প্রচারে বাম, বিজেপি প্রার্থীরা
সামনেই ভোট। বেশিদিন আর হাতে নেই। তাই জোরকদমেই শুরু হয়ে গিয়েছে প্রচার। ভোট যত এগিয়ে আসতে ততই বাড়ছে প্রচারের মাত্রা। প্রাচেরে নেমে পড়েছেন বিজেপি প্রার্থীরাও। বাঁকুড়ার মেজিয়ার ভুলুই মহামৃত্যুঞ্জয় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন স্নেহাশিস মণ্ডল। শালতোড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী তিনি। অনুন্নয়নের অভিযোগককে হাতিয়ার করেই বাড়ি বাড়ি প্রচার সারলেন স্নেহাশিস তিনি।
ওয়েব ডেস্ক: সামনেই ভোট। বেশিদিন আর হাতে নেই। তাই জোরকদমেই শুরু হয়ে গিয়েছে প্রচার। ভোট যত এগিয়ে আসতে ততই বাড়ছে প্রচারের মাত্রা। প্রাচেরে নেমে পড়েছেন বিজেপি প্রার্থীরাও। বাঁকুড়ার মেজিয়ার ভুলুই মহামৃত্যুঞ্জয় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন স্নেহাশিস মণ্ডল। শালতোড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী তিনি। অনুন্নয়নের অভিযোগককে হাতিয়ার করেই বাড়ি বাড়ি প্রচার সারলেন স্নেহাশিস তিনি।
অন্যদিকে, বাঁকুড়ার বেলাতোড় বাজারে প্রচার সারলেন ড়জোড়া কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজিত চক্রবর্তী। কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিনেতা সোহমকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও স্টারডমে ঘাবড়াচ্ছেন না বামপ্রার্থী।