ওয়েব ডেস্ক: বড় গরম।  কাল থেকে স্কুলে ছুটি দেওয়া হয়েছে। বাইরে বেরোতে ভয় পাচ্ছেন মানুষ। তা বলে প্রচারে বিরাম পড়েছে এমনটা নয়। চুটিয়ে প্রচার করছে সবকটি রাজনৈতিক দল। গরম উপেক্ষা করে রবিবার সকালে সাইকেল চালিয়ে প্রচার সারলেন সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী পারমিতা ঘোষ। জমিয়ে প্রচার করলেন জয়নগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ দাস। বালির বিভিন্ন এলাকায়  প্রচার করলেন তৃণমূল প্রার্থী বৈশালী ডালমিয়া। পায়ে হেঁটে প্রচার করলেন শিবপুর কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী জগন্নাথ ভট্টাচার্য।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছুটির দিন সকাল সকাল সাইকেল চড়ে প্রচার সারলেন বসিরহাটের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে সেন্ট্রাল পার্ক এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন নৈহাটির তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। প্রচারে ব্যস্ত ছিলেন বারাসত কেন্দ্রের তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীও।  দমদম মতিঝিল কলেজ সংলগ্ন খালপাড় এলাকায় সকাল সকাল দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার সারেন রাজারহাট গোপালপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য।


চৈত্রের তীব্র গরমে জেরাবর রাজ্যবাসী। তাই সকাল সকাল  প্রচার সারলেন  বর্ধমান দক্ষিণের সিপিএম প্রার্থী। রাজ্য সরকারের দুর্নীতির অভিযোগকে  হাতিয়ার করেই এদিন ইছলাবাদ শিয়ালডাঙ্গা এলাকায় প্রচার সারেন আইনুল হক। বর্ধমান শহরের কালীবাজার এলাকায় প্রচার সারেন  বিজেপি প্রার্থী প্রবাল রায়।  দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সিঙ্গুরে প্রচার করেন তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বৈদ্যবাটি পুরসভা এলাকায় প্রচার সারলেন চাঁপদানি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নান।


চাকদায় জমজমাট রবিবাসরীয় প্রচার। তীব্র গরমকে উপেক্ষা করে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে প্রচার করলেন শাসক ও বিরোধী শিবিরের প্রার্থীরা। তৃণমূল প্রার্থী রত্না ঘোষ প্রচার করেন পনেরো ও ষোলো নম্বর ওয়ার্ডে। জোট সমর্থিত সিপিএম প্রার্থী বিশ্বনাথ গুপ্ত প্রচার করেন একুশ নম্বর ওয়ার্ডে। মালবাজার মহকুমার রাজডাঙা এলাকায় চা বাগানগুলোতে প্রচার করলেন তৃণমূল প্রার্থী বুলুচিক বড়াইক।  তীব্র গরমে জমিয়ে প্রচার করলেন  উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রবীর ঘোষাল।