ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ ভোট জঙ্গলমহলে। তিন জেলার ১৮টি আসনে আজ ভোট হচ্ছে। এই ১৮টি আসনের অধিকাংশই একসময় মাওবাদী প্রভাবিত ছিল। তাই নিরাপত্তায় কোনও ফাঁক রাখেনি নির্বাচন কমিশন। কমিশনের বিশেষ নজরে রয়েছে এই কেন্দ্রগুলি। পুরুলিয়ায় মোতায়েন ১৭২ কোম্পানি আধাসেনা। বাঁকুড়ায় মোতায়েন ৬২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পশ্চিম মেদিনীপুরের ৬ আসনের নিরাপত্তায় ১০৫ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে। মাওবাদী প্রভাবিত এলাকায় প্রতি ভোটকেন্দ্রে থাকছে ৮ জওয়ান। অন্য এলাকায় কেন্দ্র প্রতি ৪ জন করে জওয়ান মোতায়েন থাকছে। রাজ্যের লাঠিধারী পুলিস থাকবে লাইন নিয়ন্ত্রণের দায়িত্বে।