ওয়েব ডেস্ক: ফের হাতির তাণ্ডব বাঁকুড়ায়। সপ্তাহখানেক বন্ধ থাকার পর বেলিয়োতোড়ে রাতভর দাপিয়ে বেড়াল হাতির দল। হাতির হামলার প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযান বন্ধ হতেই ফের হাতির উত্‍পাত শুরু হয়েছে বাঁকুড়ার বেলিয়াতোড় এলাকায়। বেলিয়াতোড় রেঞ্জের ছান্দার ও লাগোয়া গ্রামগুলিতে শনিবার রাতভর তাণ্ডব চালায় রেসিডেন্সিয়াল হাতির দল। ভেঙেছে বাড়ি, দোকান। ঘটনার প্রতিবাদে বেলিয়াতোড় সোনামুখী পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সপ্তাহ খানেক আগেই, বেলিয়াতোড় রেঞ্জে দুটি খুনী হাতিকে ধরতে উঠেপড়ে লাগে বনদফতর। উত্তরবঙ্গ থেকে আসে কুনকি হাতি, ব্যবহার হয় ড্রোন। একটি হাতি ধরাও পড়ে, বনদফতরের গুলিতে মৃত্যু হয় একটি রেসিডেন্সিয়াল হাতির। তারপর থেকেই অভিযান বন্ধ বনদফতরের। অভিযান বন্ধ হতেই ফের হামলা শুরু হয়েছে।


উত্তরবঙ্গের লাটাগুড়ির সরস্বতী বনবস্তিতে হামলা চালিয়েছে একটি দাঁতাল। খেত ও প্রচুর গাছ নষ্টের পাশাপাশি দুটি ঘর ভাঙে হাতি। হাতির আতঙ্কে ঘর ছেড়ে পালান বস্তির বাসিন্দারা। ভোরে দাঁতালটি আবার গরুমারা জঙ্গলে ফিরে যায়।