ওয়েব ডেস্ক:  কিছুতেই থামছে না হাতির হামলা। কখনও দক্ষিণবঙ্গ, কখনও বা উত্তরবঙ্গ, হাতির হামলা চলছেই। উত্তরবঙ্গের জলপাইগুড়ির মালবাজারেও একইরকমভাবে হাতির হামলা চলছেই। গতরাতে খাবারের সন্ধানে জঙ্গল থেকে ওয়াসাবাড়ি চাবাগানে ঢুকে পড়ে হাতির পাল। এরপর সুন্দরী বস্তিতে ঢুকে চারটি ঘর ভেঙে চাল, ডাল, ভুট্টা, আটা খেয়ে নেয় ওই এক দল হাতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পশ্চিমবঙ্গের নাম পাল্টাতে চাইছেন যাঁরা, তাঁদের ছোট্ট একটাই প্রশ্ন


সেই সময় আতঙ্কে ঘর ছেড়ে পালান বাড়ি এবং এলাকার লোকজন। পেটপুজো সেরে ভোরের দিকে জঙ্গলে ফিরে যায় একটি হাতি। বেশ কিছুক্ষণ চাবাগানে দাঁড়িয়ে থাকার পর জঙ্গলের পথ ধরে বাকি আরও দুজন। এই জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন শ্রমিকরা।


আরও পড়ুন  আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা