হাতি ধরার গাড়ি
দক্ষিণবঙ্গে হাতি-মানুষ সংঘাত এখন জ্বলন্ত সমস্যা। কখনও বলি হচ্ছে মানুষ। নষ্ট হচ্ছে ফসল, সম্পত্তি। কখনও বেঘোরে মারা যাচ্ছে হাতি। পরিস্থিতি সামলতে এবার ভ্রাম্যমাণ ELEPHNAT RESCUE ভ্যান নামাচ্ছে বন দফতর।
ওয়েব ডেস্ক: দক্ষিণবঙ্গে হাতি-মানুষ সংঘাত এখন জ্বলন্ত সমস্যা। কখনও বলি হচ্ছে মানুষ। নষ্ট হচ্ছে ফসল, সম্পত্তি। কখনও বেঘোরে মারা যাচ্ছে হাতি। পরিস্থিতি সামলতে এবার ভ্রাম্যমাণ ELEPHNAT RESCUE ভ্যান নামাচ্ছে বন দফতর।
আরও পড়ুন- ঘরে ঢুকে অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে কুপিয়ে খুন
এই গাড়িতে থাকছে হাতি ধরার দরকারি সব সরঞ্জাম। মেদিনীপুর ও বাঁকুড়ায় হাতির পালের অবস্থা অনুযায়ী ঘুরে বেড়াবে অত্যাধুনিক সরঞ্জামে সাজানো চারটি গাড়ি। ফলে মনে করা হচ্ছে, এই আধুনিক ব্যবস্থা যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে এই চিরাচরিত সমস্যার হাত থেকে রক্ষা করা যাবে হস্তিকুল ও মানবকুল উভয়কেই। গোটা বিষয়টির আয়োজনে ও নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে রাজ্যের বন দফতরের হাতে।