ওয়েব ডেস্ক: বঙ্গ সিপিএমে নতুন এক্সপেরিমেন্ট। এ বার থেকে নিচুতলার কর্মীদের কাছে ওপরতলার নেতাদের পরীক্ষায় বসতে হবে। ছাড় পাবেন না রাজ্যস্তরের নেতারাও। কর্মীরা তো তাঁদের মার্কশিট তৈরি করবেনই। নেতাদের নিজেদেরও আত্ম-মূল্যায়ন করে খাতা জমা দিতে হবে। সংগঠনের বেহাল দশায়, এ বার, এই দাওয়াইয়ে ভরসা রাখতে চাইছে আলিমুদ্দিন।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


একের পর এক ভোট। শোচনীয় ফলে ক্রমশ কোণঠাসা দল। সাংগঠনিক প্লেনাম ডেকেও লাভ হচ্ছে না। সিপিএমের সংগঠন বলতে এতদিন রাজ্যের মানুষের কাছে যে ছবিটা ছিল সেটা কর্পূরের মতো উবে গেছে। রাস্তায় লাল পতাকা ইদানিং আর তেমন দেখা যায় কই!



কোন পথে চাঙ্গা হবে সংগঠন? 


নেতাদের মূল্যায়নে জোর দিচ্ছে আলিমুদ্দিন? 


নিচুতলার কর্মীরাও নম্বর দেবেন নেতাদের ?


 


সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির উপস্থিতিতেই সিপিএম রাজ্য কমিটির বৈঠকে ঠিক হয়েছে এই দাওয়াই। বলা হয়েছে এ বার থেকে, রাজ্য সম্পাদক, সম্পাদকমণ্ডলী এবং রাজ্য কমিটির সদস্যদের আত্ম-মূল্যায়ন করতে হবে। 


 


সংগঠন মজবুত করতে কী করছেন?


দলের দেওয়া দায়িত্ব কতটা পালন করতে পেরেছেন?


নিচুতলার কর্মীদের সঙ্গে যোগাযোগ কীরকম?


দলকে আন্দোলনের রাস্তায় রাখতে নতুন কী ভাবনা রয়েছে?  


 


 


ওপরতলায় পরীক্ষার ব্যবস্থা এখানেই শেষ হচ্ছে না। আছে আরও। কর্মীদের হাতে নেতাদের মার্কশিট। সিপিএমের নিচুতলার কর্মীদের অনেকেরই অভিযোগ, দলের বিপর্যয়ের দায়িত্ব তাঁদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়। নিষ্ক্রিয় কর্মীদের নিয়ে অনেক কথা বলা হলেও অক্ষম নেতাদের নিয়ে উচ্চবাচ্য হয় না। নোট বাতিল নিয়ে বনধ ডাকার পর ভুল স্বীকার নেতাদের অক্ষমতার একটি উজ্জ্বল উদাহরণ বলে মনে করছেন তাঁরা। সিপিএম রাজ্য কমিটির বৈঠকেও এ নিয়ে কথা হয়েছে। ঠিক হয়েছে এ বার থেকে, সিপিএমের নিচুতলার কর্মীরাও রাজ্য সম্পাদক, সম্পাদকমণ্ডলী ও রাজ্য কমিটির সদস্যদের মূল্যায়ন করবেন। কর্মীদের দেওয়া মার্কশিটে ভাল নম্বর পেয়ে নেতাদের পাশ করতে হবে। দলীয় সম্মেলনে নিচুতলার নেতা-কর্মীদের সমালোচনা ওপর তলাকে হজম করতে হলেও এ ভাবে নিচুতলার কাছে নেতাদের পরীক্ষার ব্যবস্থা সিপিএমে নতুন। রাজ্য কমিটির বৈঠকে সীতারাম ইয়েচুরিও বলেছেন, এটা কঠিন সময়। এই সময়েই নিজেদের প্রমাণ করতে হবে। 


 



রাজনৈতিক মহল বলছে, সিপিএমে এ এক নতুন এক্সপেরিমেন্ট। বলা যায় নতুন ধরণের শুদ্ধিকরণ অভিযানে নামার চেষ্টা। ভোটে বারবার মুখ
থুবড়ে পড়ার পর আলিমুদ্দিনের অন্দরে কম তুফান ওঠেনি। কিন্তু,নানারকম চুলচেরা বিশ্লেষণের পরও কাজের কাজ কিছু হয়নি। নতুন পরীক্ষা সফল হবে কিনা তার বড় প্রমাণ মিলবে পঞ্চায়েত নির্বাচনে।