ওষুধ কোম্পানিকে টাকা পাইয়ে দিতে, কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ উত্তরবঙ্গ মেডিক্যালে
হাসপাতাল থেকে ওষুধ মিলছে না। চিকিত্সকের প্রেসক্রিপশন অনুযায়ী বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন রোগীরা। অথচ হাসপাতালের ছাদে পড়ে রয়েছে লাটকে লাট মেয়াদ উত্তীর্ণ ওষুধ।
ওয়েব ডেস্ক : হাসপাতাল থেকে ওষুধ মিলছে না। চিকিত্সকের প্রেসক্রিপশন অনুযায়ী বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন রোগীরা। অথচ হাসপাতালের ছাদে পড়ে রয়েছে লাটকে লাট মেয়াদ উত্তীর্ণ ওষুধ।
প্রায় কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ হাসপাতালের ছাদে ফেলে রেখেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। কেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ? অভিযোগ, ওষুধ কোম্পানিগুলিকে বেশি টাকা পাইয়ে দিতে, মেয়াদ বেশি দিন নেই এমন ওষুধই টেন্ডারের মাধ্যমে হাসপাতালে কেনা হচ্ছে। যদিও এবিষয়ে মন্তব্য করতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন, প্রতিবেশীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, অভিযোগ নিতে অস্বীকার পুলিসের