শিশুকন্যা সহ স্ত্রীকে কুপিয়ে খুন, বাবার হাত থেকে প্রাণে বাঁচে ছেলে
ওয়েব ডেস্ক: বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগে শিশুকন্যা সহ স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অন্য শিশুকন্যার অবস্থা সঙ্কটজনক। ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুরে। ঘটনার পর এলাকার মানুষই অভিযুক্ত আনোয়ার গাজিকে পুলিসের হাতে তুলে দেয়। কেরালায় রাজমিস্ত্রির কাজ সেরে গতকালই বাড়ি ফিরেছিল আনোয়ার। দুই শিশুকন্যা রুমি ও আয়েশাকে সঙ্গে নিয়ে একই শুয়েছিলেন তাঁর স্ত্রী রুমিয়া বিবি। তিনজনকেই খুনের চেষ্টা করে আনোয়ার। স্ত্রী রুমিয়া ও দেড় বছরের রুমি মারা গেলেও, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আয়েশা। অন্য ঘরে থাকা আরেক কন্যা ও ছেলে অবশ্য প্রাণে বেঁচে যায়।