ওয়েব ডেস্ক: হাওড়ার উলুবেড়িয়ায় বিজেপি অঞ্চল সভাপতি দেবাশিস রায়ের বাড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। রাত জয়পুরের থলিয়া অঞ্চলে ঘটনাটি ঘটেছ। সেই সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।


বাড়ি সংলগ্ন দেবাশিস রায়ের স্টেশনারি দোকানের গোডাউনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। জয়পুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন দেবাশিস রায়। তাঁর দাবি, বিজেপি ছাড়ার জন্য তাঁকে নিয়মিত হুমকি দিতেন স্থানীয় তৃণমূল কর্মীরা। তারপরেও দল না ছাড়ায় এই হামলা বলে অভিযোগ করেন থলিয়ার বিজেপি অঞ্চল সভাপতি।