ওয়েব ডেস্ক: জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষার দিনেও রেহাই নেই। গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে, উত্তর দিনাজপুরের পাঁচ জন পরীক্ষার্থীর এবছর আর মাধ্যমিক পরীক্ষাই দেওয়া হল না। চোপড়ার রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের তেরো জন ছাত্রী  শ্রীকৃষ্ণপুর হাইস্কুলে আটো করে পরীক্ষা দিতে যচ্ছিল।  একত্রিশ নম্বর জাতীয় সড়কে অটো উল্টে গুরুতর আহত হন তেরো জন পরীক্ষার্থীই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন টাউনশিপ ঘোষণা করে বানতলা চর্মনগরীকে ঢেলে সাজাতে চায় রাজ্য


তেরো জনকেই ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ জনের আঘাত গুরুতর হওয়ায় তারা আর পরীক্ষা দিতে পারছে না। বাকিদের প্রাথমিক চিকিত্সার পর অন্য পরীক্ষাকেন্দ্রে পাঠিয়ে পরীক্ষার ব্যবস্থা করেছে প্রশাসন।


আরও পড়ুন  বাঁকুড়ায় হাতির তাণ্ডব, দলমার দাঁতাল দল দাপাচ্ছে খাতরা এলাকায়