ওয়েব ডেস্ক: মাখড়াকাণ্ডে আজ আরও চারজনকে গ্রেফতার করা হল। পাড়ুই ও সাততোর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এনিয়ে এই ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হল। এদিকে আজও মাখড়ায় জারি রয়েছে ১৪৪ ধারা। তাই ওই গ্রামে ঢোকা বেরনোর সব রাস্তাতেই চলছে জোরদার তল্লাসি।


এদিকে, পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। চলছে নির্বিচারে অত্যাচার। আজ মাখড়া পরিদর্শনে যাওয়ার আগে এই অভিযোগ করেছেন বিজেপি সাংসদ কীর্তি আজাদ। তিনি বলেন, দিনদিন সন্ত্রাসবাদের আখড়া হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। বর্ধমানকাণ্ডই তাঁর প্রমাণ। খুন-জখম-সন্ত্রাস রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় মানুষের পাশে দাঁড়াতেই মাখড়া সফর বলে মন্তব্য করেন বিজেপির ক্রিকেটার সাংসদ।