ওয়েব ডেস্ক: মকর স্নান এখনও বাকি। তবে পূণ্যস্নানের জোয়ার শুরু গঙ্গাসাগরে। ঢল নেমেছে পূণ্যার্থীদের । প্রশাসনের হিসেব বলছে, এরই মধ্যে পূণ্যার্থী-সংখ্যা ১২ লক্ষ ছাড়িয়ে গেছে। ভিনরাজ্যের বাসিন্দারাই শুধু নন, এবার প্রচুর বাঙালিরও ভিড় গঙ্গাসাগরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মরক সংক্রান্তির তিথি যাই হোক না কেন, গঙ্গাসাগরে এখন স্নানের ধুম। ...জমজমাট সাগর-তট।


যেদিকেই এখন চোখ যায়, শুধু মানুষের ঢল। আম পাবলিক ছাড়াও সাধুসন্ত, ভিআইপি দের ভিড়। তবে এখানে এসে সবাই এক। মনের ইচ্ছে পূরণ করতে অনেকেই ডুব দিচ্ছেন পূণ্য সাগরে। কেউ সন্তান লাভের আশায়। তো কারোর ইচ্ছে, লক্ষ্মীলাভের। কপিলমুনির আশ্রমেও বাধভাঙা ভিড়।  চলছে নামগান-পুজো। পুজো হচ্ছে গঙ্গার। তবে রয়েছে দূষণ নিয়ে ভয়ও।