ওয়েব ডেস্ক: শিশুকন্যার রহস্যমৃত্যু। বর্ধমানের জামালপুরের গোপীকান্তপুরে সেচখাল থেকে দেহ উদ্ধার ছবছরের শিশুকন্যা অদিতি মুদির। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়।


প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ঠাকুমার পাশে শুয়েছিল অদিতি। বুধবার ভোরে ঠাকুমা দেখেন বিছানায় নেই অদিতি। শুরু হয় খোঁজাখুঁজি। বাড়ির পাশে সেচখালে বালিচাপা মৃতদেহ উদ্ধার হয়। অদিতির বাবা আদিত্য মুদির দুই বন্ধু সাউন্ড ভাড়া করার জন্য আরামবাগ থেকে এসেছিলেন। রাতে অদিতিদের বাড়িতেই ছিলেন তাঁরা। পুলিস জেরা করে তাঁদের। জেরায় অসংলগ্ন কথাবার্তা বলায় তাঁদের গ্রেফতার করে পুলিস। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, যৌন নির্যাতন করে খুন করা হয়েছে অদিতিকে। রাতেই ধৃত দুই অভিযুক্তের মেডিক্যাল টেস্ট করানো হয় বর্ধমান মেডিক্যালে।