ওয়েব ডেস্ক : কিশোরীর অশ্লীল ছবি তুলে, সোশ্যাল সাইটে দিয়ে দেওয়ার হুমকি। লাগাতার ব্ল্যকমেল। চাপ দিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ। টিটাগড়ের এই ঘটনায় থানায় অভিযোগ জানিয়েও কোনও লাভ হচ্ছে না বলে সরব কিশোরীর পরিবার। মূল অভিযুক্ত শেখ সুরাবুদ্দিন ও তার দলবল খুনের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ তাঁদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- তরুণীকে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা যুবকের


কিশোরীর মায়ের দাবি, তাঁর নাবালিকা মেয়ের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে শেখ সুরাবুদ্দিন। অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী। জোর করে ওষুধ খাইয়ে সন্তান নষ্ট করে ফেলার অভিযোগ তুলেছে কিশোরীর পরিবার। তাঁদের দাবি, কিশোরীকে নেশার ওষুধ খাইয়ে, অশ্লীল ছবি তোলা হয়। এরপর থেকেই শুরু হয়েছে ব্ল্যাকমেলিং। পুলিস সব জেনেও নিষ্ক্রিয় বলে অভিযোগ। অভিযুক্তরা অধরা। আর তাঁরাই এখন ভয়ে-আতঙ্কে বাড়ির বাইরে পা রাখতে পারছেন না, দাবি কিশোরীর পরিবারের।