ওয়েব ডেস্ক: মদন তামাঙ খুনের মামলায় গ্রেফতারি এড়াতে এবার আগাম জামিনের চেষ্টায় মোর্চা নেতারা। আগামী সপ্তাহেই আদালত চার্জশিটে নাম থাকা নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আশঙ্কা করছেন মোর্চার শীর্ষ নেতৃত্ব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবারই তিন মোর্চা নেতা কলকাতায় হাজির হন। দফায় দফায় বৈঠক করেন আইনজীবীদের সঙ্গে। আজ বিকেলে আসছেন কেন্দ্রীয় কমিটির সদস্য জ্যোতি কুমার রাই। মোর্চা সূত্রে খবর, রাতে ফের আইনজীবীদের সঙ্গে বৈঠক করে আগাম জামিনের আবেদন কবে জানানো হবে তা চূড়ান্ত করা হবে।      


গ্রেফতারির সম্ভাবনায় শঙ্কিত মোর্চা নেতারা বাঁচার রাস্তা খুঁজতে মরিয়া। দার্জিলিংয়ের পাতলেবাসে গতকাল দুপুরে মোর্চার জরুরি বৈঠকে বসে। বৈঠকের পর গুরুং জানান ,তাঁরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আইনি পথেই  পরিস্থিতি মোকাবিলা করা হবে। পাশাপাশি, BJP কে ধরে CBI-র ওপর রাজনৈতিক চাপ তৈরির কৌশলও চলবে। আইনি পথেই CBIকে মোকাবিলা। শনিবার পাতলেবাসের বৈঠকের পর প্রকাশ্যে বলছেন মোর্চা নেতারা।


বিমল গুরুং বলছেন, ''মদন তামাং হত্যা মামলায় আমরা রাজনৈতিক ষড়যন্ত্র। সবাই নির্দোষ প্রমাণিত হবে। বিচার ব্যবস্থার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। আশা করি সুবিচার পাব।''