ওয়েব ডেস্ক: ভ্রমণ বঙালীর জীবনের একটা অঙ্গ। সুযোগ পেলেই বেড়াতে বেড়িয়ে পড়ে ভ্রমণপিপাসু বাঙালি। তা সে দু একদিনের ছোট্ট ছুটি অথবা লম্বা ডুব। ছোট ছুটি হলে দীঘা, মন্দারমণি কিংবা শান্তিনিকেতন। আর একটু বেশি দিনে ছুটি পাওয়া গেলে দারজিলিং, কার্শিয়াং, লাভা, ঋষপ হয়ে ডুয়ার্স। এগুলো বাঙালীর বাঁধা ধরা ডেস্টনেশন। কিন্তু এগুলো ছাড়াও বাংলায় রয়েছে আরও অনেক দেখার জায়গা। সেইসব জায়গাকে সামনে এনে পশ্চিমবঙ্গকে ভ্রমণপিপাষু বাঙালীর কাছে আরও আকর্ষণীয় করে তুলতে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে পর্যটনকেন্দ্রগুলি। এই নতুন চেহারা পাল্টে দিয়েছে বাংলার পর্যটনের চেহারাটা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়ুন দেশমূল গ্রামে পৌঁছল বিদ্যুতের আলো