ব্যুরো: রাজ্য মানবাধিকার কমিশনের স্থায়ী চেয়ারম্যানের পক্ষে সওয়াল করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। অন্যদিকে বিশ্ব মানবাধিকার দিবসে রাজ্য মানবাধিকার কমিশনের সাম্প্রতিক কাজে মোটেই খুশি নন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক গাঙ্গুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছয়ই জানুয়ারি।  রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদ থেকে সরে যেতে হয় বিচারপতি অশোক গাঙ্গুলিকে। তারপর কেটে গিয়েছে এগারোটা মাস। ঘটেছে বহু ঘটনা। তবে কমিশনের স্থায়ী চেয়ারম্যান নিয়োগ হয়নি।  


রাজ্য মানবাধিকার কমিশনের সাম্প্রতিক কাজে মোটেই খুশি নন প্রাক্তন চেয়ারম্যানের অশোক গাঙ্গুলি।


মানবাধিকার কর্মীরা বলছেন, বিচারপতি গাঙ্গুলির সময় অনেক বেশি সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল রাজ্য মানবাধিকার কমিশনকে। কিন্তু তাঁর পরবর্তী সময়ে ঘটেছে বেশ কিছু গুরুতর ঘটনা। পাড়ুইকাণ্ড, যাদবপুরে ছাত্রদের ওপর লাঠিচার্জ, এনআরএসে কোরপান শেখের হত্যাকাণ্ড, এমন বহু ঘটনায় ঠুঁটো জগন্নাথ হয়েই থেকেছে মানবাধিকার কমিশন। তাঁদের বক্তব্য, সেভাবে কার্যকরী ভূমিকা নিতে দেখা যাচ্ছে না মানবাধিকার কমিশনকে। ফলে কমিশনের ওপর মানুষের আস্থা কমেই যাচ্ছে।