ওয়েব ডেস্ক: বিজয়োত্সবে রঙ থাকবে না, তা কি হয়! উনিশে মে-তেও রঙ লাগাতে এখন থেকেই তৈরি রাজনৈতিক দলগুলি। বাজারে দেদার বিকোচ্ছে আবীর। লাল, সবুজ তো আছেই। সঙ্গে এবার গেরুয়া আবীরও। ভোটের ফল কী হবে, কে সরকার গড়বে তা নিয়ে এখন বাসে ট্রামে আলোচনা, চায়ের কাপে তুফান উঠছে। তবে ফল ঘোষণার পর যাতে বিভিন্ন রাজনৈতিক দলের রঙবাজিতে কোনও খামতি না আসে, সে জন্য এখন থেকেই আয়োজন শুরু হয়ে গিয়েছে। বাজারে এসে গিয়েছে লাল, সবুজ, গেরুয়া আবীর।


তবে লাল আবীরের থেকেও এবার চাহিদা বেশি সবুজ আবীরের। উনিশে মে-র এখনও বাকি কয়েকটা দিন। তবে এখন থেকেই আবীরের বেচা কেনা শুরু হয়ে গিয়েছে। আবীর কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।