ওয়েব ডেস্ক: হজ যাত্রীদের জন্য সুখবর। তাঁদের জন্য এবারই প্রথম বিশেষ মোবাইল অ্যাপ শুরু করল রাজ্য সরকার।  গুগল প্লে সার্ভিস থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। গতবার হজে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন পূণ্যার্থীরা।  এবার তাই এই বিশেষ অ্যাপের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। কী কী থাকছে এই অ্যাপে? বিমানের যাবতীয় খবর তো থাকছেই, পাশাপাশি হজ যাত্রীদের জন্য কী কী ব্যবস্থা করছে রাজ্য সরকার তাও থাকছে। বিপদে পড়লে হজ যাত্রীরা কীভাবে সেখানে ভারতীয় দূতাবাস বা রাজ্য সরকারের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবেন, এসবের খুঁটিনাটিও তথ্যও দেওয়া হয়েছে অ্যাপে। আগামী ১০ অগাস্ট থেকে শুরু হচ্ছে হজ যাত্রা। তার আগে আজ এই অ্যাপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।