ওয়েব ডেস্ক: শুধুমাত্র সন্দেহের কারণে নিজেদের সদ্যোজাত নাতিকে হারাতে বসেছিলেন হুগলির এক দম্পতি। শিশুচোর হিসেবে জেলের ঘানি টানার প্রেক্ষাপটও তৈরি হয়ে গিয়েছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিহারের জামুইয়ের বাসিন্দা শঙ্কর চৌধুরি ও তাঁর স্ত্রী কান্তিদেবী নাতিকে নিয়ে চিকিত্‍সার জন্য কল্যাণী যাচ্ছিলেন। বর্ধমান থেকে মা তারা এক্সপ্রেসে ওঠেন তাঁরা। মহিলা কামরায় এক সদ্যোজাত শিশুসহ কান্তিদেবীকে দেখে সন্দেহ হয় সহযাত্রীদের। রেলের TOLL FREE নম্বরে ফোন করেন তাঁরা। ট্রেন ব্যান্ডেল স্টেশনে ঢুকলে তাদের নামিয়ে জিআরপি অফিসে নিয়ে যাওয়া হয়। নাতি যে তাঁদেরই তার যাবতীয় প্রমাণপত্র দেখানোর পরই রেহাই মেলে। 


মনে করা হচ্ছে, রাজ্যজুড়ে শিশুপাচারের একের পর এক ঘটনা সামনে আসাতেই এমন সন্দেহ। (আরও পড়ুন- ফের বেসরকারি হাসপাতালের অমানবিক মুখ)