ওয়েব ডেস্ক: চৈত্রের গরমেই  নাভিশ্বাস রাজ্যবাসীর। আজ  কলকাতার  সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস।  বঙ্গোপসাগর বা তার  পার্শ্ববর্তী  এলাকায় ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের পরিস্থিতি তৈরি  না হওয়ায় এই মুহূর্তে বৃষ্টি বা কালবৈশাখীর কোনও সম্ভাবনা নেই।  ফলে গরম আরও বাড়বে।  আগামিকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সোমবার  দক্ষিণবঙ্গের যে সব জেলায় ভোট রয়েছে সেখানে লু বইবে বলে জানিয়েছেন আবহবিদেরা। এবার দক্ষিণবঙ্গের পরিস্থিতি অন্যান্য বারের তুলনায় আলাদা।  অন্যান্য বার  গ্রীষ্মে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আপেক্ষিক আদ্রতা বাড়ে। ফলে ঘাম হয়। কিন্তু এবার পশ্চিমের রাজ্যগুলির মত  শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। ফলে বইছে গরম হাওয়া ।